• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

হাতীবান্ধায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি

  ৩০ ডিসেম্বর ২০১৭, ১৩:১৫

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার ভোরে এই ঘটনায় নিহতের নাম শফিকুল ইসলাম(২৬)। তিনি উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম আরটিভি অনলাইনকে জানান, শনিবার ভোরে একদল গরু ব্যবসায়ী গরু আনার জন্য ভারতের উদ্দেশে রওয়ানা দেয়। এসময় তারা দৈখাওয়া সীমান্তের ৯০৫ নম্বর মূল পিলারের কাছে গেলে ভারতীয় ১০০ বিএসএফের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এসময় গরু ব্যবসায়ী অন্যরা পালিয়ে গেলেও বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম মারা যান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শফিকুলের মরদেহ ভারতীয় সীমান্তের অভ্যন্তরেই পড়ে রয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবির অধিনায়ক লে: কর্নেল গোলাম মোর্শেদ আরটিভি অনলাইনকে বলেন, স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন আজ ভোরে ভারত থেকে গরু আনতে গেলে বিএসএফের গুলিতে একজন মারা গেছে। তার মরদেহ ভারতীয় সীমান্তের অভ্যন্তরেই আছে। ঘটনাস্থলে আমরা বিজিবি সদস্যদের পাঠিয়েছি। তারা এলে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে কোনো পতাকা বৈঠকের আহ্বান করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এখন কিছু বলা যাচ্ছে না।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএসএফের নরহত্যার দায় সরকারের ওপরেও বর্তায়: রিজভী
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বাংলা নববর্ষ : হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
X
Fresh