• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এসএসসি পরীক্ষার্থী সিয়াম হত্যা মামলায় গ্রেপ্তার ৪

খুলনা প্রতিনিধি

  ২৭ ডিসেম্বর ২০১৭, ১১:২৮

খুলনায় খলিলুর রহমান সিয়াম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোরে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন রাব্বি, রায়হান, আবু সাঈদ ও আলামিন হোসেন ওরফে ছোট রনি।

খুলনা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, সিয়াম হত্যাকাণ্ডের এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আটকদের মধ্যে হরিণটানা থানার কৈয়েবাজার এলাকা থেকে দুই জনকে ও দারোগা পাড়া থেকে দুই জনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর মহানগরীর চানমারি এলাকায় সিয়ামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৮টা দিকে তিনি মারা যান। নিহত সিয়াম মহানগরীর চানমারি চতুর্থ গলি এলাকার বাসিন্দা আইনাল হকের ছেলে। সে রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

ঘটনার পর খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মনিরা সুলতানা জানান, এলাকার কিছু ছেলে সিয়ামকে কুপিয়ে ও মাথায় আঘাত করে। এতেই তার মৃত্যু হয়। এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ 
রাজধানীতে গ্রেপ্তার ২৭
X
Fresh