• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এক মাস পর কবর থেকে তোলা হলো গৃহবধূর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২০ ডিসেম্বর ২০১৭, ১৯:১৩

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মৃত্যুর এক মাস ৮দিন পর ময়নাতদন্তের জন্যে নাছরিন নামের এক গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার দুপুরে আদালতের নির্দেশে সদর উপজেলার সাদেকপুর গ্রামের একটি কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা, এএসপি (সদর সার্কেল) রেজাউল করিম, মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম ও মামলার বাদী হাজী মো. ইব্রাহিম মিয়া।

মামলার অভিযোগের বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নাছরিনকে প্রায়ই মারধর করতো স্বামী তফাজ্জল হোসেন ও তার পরিবারের লোকজন।