• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

রসিক নির্বাচনে ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড নিয়ে প্রস্তুত র‌্যাব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ ডিসেম্বর ২০১৭, ১৭:০৭

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বোমা ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াডসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে র‌্যাব। এছাড়া নির্বাচনী এলাকায় হেলিকপ্টার টহল দেবে আইনশৃঙ্খলা বাহিনী। কোন কেন্দ্রে সমস্যা হলে দুই মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তা নিয়ন্ত্রণে নিতে পারবে। বললেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

বুধবার দুপুরে সিটি নির্বাচনে নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার, রংপুরের জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার মিজানুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

গোলাম ফারুক বলেন, প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তায় ২৪ জন পুলিশ ও আনসার ভিডিপি সদস্য থাকবে। এর মধ্যে ১৪ জন সশস্ত্র অবস্থায় থাকবে। এছাড়াও পাশাপাশি দুটি কেন্দ্রের জন্য থাকবে পুলিশ, বিজিবি র‌্যাবের সমন্বয়ে ভ্রামমাণ ইউনিট। এ ছাড়াও প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটও থাকবে।

তিনি জানান, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, বিচারিক ম্যাজিস্ট্রেটসহ সব স্তরের কর্মকর্তা সার্বক্ষণিক মাঠে থাকবে।

ফারুক বলেন, ভোটাররা যাতে ভোটকেন্দ্রে নিরাপদে যেতে পারেন আবার ভোট দিয়ে নিরাপদে ফিরে আসতে পারেন তার জন্য সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh