• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৩ জঙ্গি ভাই-বোনের আত্মসমর্পণ

আরটিভি অনলাইন রিপোর্ট, যশোর

  ০৩ অক্টোবর ২০১৬, ১৩:১২

যশোরে পালিয়ে থাকা তিন জঙ্গি ভাইবোন সোমবার আত্মসমর্পণ করেছেন। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্য।

আত্মসমর্পণ করা জঙ্গিরা হলেন তানজিব আহমেদ, তানজির আহমেদ ও মাছুমা। তারা যশোর শহরের পুরাতন কসবা কদমতলা এলাকার আবদুল আজিজের তিন সন্তান।

গেল ৬ সেপ্টেম্বর পলাতক ১১ জঙ্গির তথ্যসহ পোস্টার প্রকাশ করে যশোর জেলা পুলিশ। সেই পোস্টারে ছিল এই ৩ জনের ছবি ও নাম।

দুপুরের সংবাদ সম্মেলনে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, আত্মসমর্পণ করা তিনজন স্বেচ্ছায় চরমপন্থি সংগঠন ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছেন। তাই আইনের মধ্য থেকেই তাদের সেই সুযোগ দেয়া হবে এবং বিষয়টি মানবিকভাবে দেখা হবে।

তিনি আরো বলেন, মগজধোলাইয়ের শিকার হয়ে যারা বিভিন্ন জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন, তারা যদি ভুল বুঝতে পেরে জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তাহলে তাদের আইনগত সহায়তা দেয়া হবে।

আত্মসমর্পণ করা তানজিব আহমেদ জানান, না বুঝেই হিযবুত তাহরীরের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তিনি। তার বিরুদ্ধে মামলাও হয়েছিল। সে মামলায় জামিন পাওয়ার পর এখন প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান তিনি।

এদিকে তানজির বলেন, শহরের ধর্মতলার মোড়ে চা খেতে যাবার পর সেখানে সজল, পাশা, রায়হান নামের কয়েক যুবকের সঙ্গে পরিচয় হয়। এ সময় ধর্মের বিভিন্ন কথা শোনানো হতো তানভীরকে। পরে হিযবুত তাহরীরের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।

এসএস/ এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh