• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গোপন বৈঠকের সময় শিবির সভাপতিসহ আটক ৫

লালমনিরহাট প্রতিনিধি

  ১৭ ডিসেম্বর ২০১৭, ০৮:৫০

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গোপন বৈঠকের সময় লালমনিরহাট সরকারি কলেজ ছাত্র শিবির সভাপতি জাহাঙ্গীর আলমসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় সানিয়াজান ইউনিয়নের সানিয়াজান বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন লালমনিরহাট সরকারি কলেজের ছাত্র শিবিরের সভাপতি ও হাতীবান্ধা উপজেলার আরাজি শেখ সুন্দর এলাকার জাহাঙ্গীর আলম (২২), পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি ও ওই ইউনিয়নের হোসনাবাদ এলাকার গোলজাল হোসেন (২২), একই উপজেলার বাউরা হোসনাবাদ এলাকার উচ্ছাস হোসেন (২০), নবীনগর এলাকার মিশন ইসলাম (১৮) এবং হাতীবান্ধা উপজেলার বুড়াসারডুবী এলাকার আবু সাঈদ (২০)।

পুলিশ জানায়, বিজয় দিবসের কর্মসূচিতে নাশকতার চালানোর জন্য সানিয়াজান বাজার এলাকায় শিবিরের প্রায় ২০ থেকে ৩০ জন মিলে গোপন বৈঠকে করছিল। এমন সংবাদে ভিত্তিতে ৫ জন শিবির নেতাকে আটক করা হয়েছে। বাকিরা পালিয়ে যায়।

হাতীবান্ধা থানার ওসি শামীম হাসান সরদার জানান, সানিয়াজান বাজার এলাকায় বৈঠক করার সময় শিবির সভাপতিসহ পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারকাদের গোপনে বিয়ে করানো প্রসঙ্গে যা বললেন তুষার খান
মরিশাসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাফাতের দ্বিপাক্ষিক বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাতারের আমির
ঢাকায় কাতারের আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ
X
Fresh