• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে বিজয় দিবসে নাশকতা চেষ্টার অভিযোগে আটক ২০

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৬ ডিসেম্বর ২০১৭, ১৪:০২

বিজয় দিবসে নাশকতার চেষ্টার অভিযোগে নগরীর কোতয়ালী থানার লালদীঘি ময়দান এলাকা থেকে ২০ শিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম শহীদ মিনারে নাশকতা সৃষ্টি করতে লালদীঘি ময়দান এলাকায় শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী জড়ো হয়। বিষয়টি টের পেয়ে সেখানে গেলে তাদের সঙ্গে পুলিশ সদস্যের ধস্তাধস্তি হয়। পরে অভিযান চালিয়ে লালদীঘি ময়দান এলাকা থেকে ২০জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তাদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বন্দর দিবস উদযাপন
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
সিডিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ 
X
Fresh