• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জে ৪ যুবকের মৃত্যু

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৫ ডিসেম্বর ২০১৭, ২১:০৫

সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় ৪ যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের রায়সন্তোষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিলেট সদরের টুকেরবাজারের রাজু ও শাহজাহান, বিশ্বনাথের মাহতাবপুরের তোফায়েল ও ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের তায়েফ।

ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাতক থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে প্রায় চার ফুট পানির নিচে তলিয়ে যায়। এ সময় চালক ও ৩ যাত্রী ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয়রা প্রাইভেটকারের দরজার গ্লাস ভেঙে ভেতরে আটকেপড়া চার জনকে উদ্ধার করেন। তবে তারা ঘটনাস্থলেই মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ ঘটনায় ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) দশঘর গ্রামের মৃত হাবিবুর রহমান মাস্টারের ছেলে মাছুম আহমদ গুরুতর আহত হয়েছেন। মাছুমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ছাতক ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি উদ্ধারের তৎপরতা চালাচ্ছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
ঈদের দিন রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত
ঈদযাত্রায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত বেড়ে ৪
ঈদযাত্রায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩
X
Fresh