• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে ছাদে বসা ট্রেনযাত্রীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

  ১৫ ডিসেম্বর ২০১৭, ১২:৫২

নওগাঁর রানীনগর উপজেলায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি রানীনগর অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রতন হোসেনের (২৫) বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর বলে পুলিশ জানিয়েছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল হক ডালিম ঘটনাটি নিশ্চিত করে জানান, নিহত একজনের লাশ সান্তাহার স্টেশনে নামানো হয়েছে। আহত তিন জনকে নওগাঁ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সান্তাহার জিআরপি থানার ওসি আরিফুল ইসলাম বলেন, ট্রেনটি দিনাজপুর যাচ্ছিল। শুক্রবার ভোর ৫টার ওভার ব্রিজের ধাক্কায় ছাদে রতন ঘটনাস্থলেই মারা যান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটওভার ব্রিজ রেখে প্রাণের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার
সুইজারল্যান্ডে ১৫ ট্রেনযাত্রীকে বাঁচাতে জিম্মিকারীকে হত্যা
X
Fresh