• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, আটক ২

কুমিল্লা প্রতিনিধি

  ১৫ ডিসেম্বর ২০১৭, ১১:৫০

কুমিল্লা এ্যাপোলো হসপিটাল নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা অবহেলায় এক শিশু মৃত্যুর অভিযোগ ওঠেছে। এ ঘটনা পর হাসপাতালটির ডাক্তার ও নার্স পলাতক থাকলেও হাসপাতালের পরিচালক আবদুল মান্নান ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

এক মাস বয়সী নিহত শিশু মেহেদী হাসান কুমিল্লার সদর দক্ষিণের ফতেহপুর গ্রামের রিক্সা চালক আবু জাফরের ছেলে।

পরিবারের অভিযোগ, গেলো ১৩ ডিসেম্বর ডা. এম এইচ শামীম নামে এক ডাক্তারের পরামর্শে শিশু মেহেদী হাসানকে কুমিল্লার কান্দির পাড়ের এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে শিশুটির কোন সাড়া-শব্দ না পেয়ে কর্তব্যরত নার্সকে জানানো হয়। বিকেল ৪টায় শিশুটিকে একটি ইনজেকশন দেয় নার্স। তারপর শিশুটির শরীর ঠাণ্ডা হয়ে গেলে নার্সকে জিজ্ঞাসা করলে সে জানায় ঔষধের কারণে শিশুটি ঘুমিয়ে আছে। তারপর থেকে হাসপাতালে কর্তব্যরত আর কাউকে পাওয়া যায়নি।

শিশু মেহেদীর বাবা জানায়, হাসপাতালে ভর্তির পর থেকেই নানান অজুহাতে চিকিৎসার অনিয়ম হয়।
বৃহস্পতিবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে কুমিল্লা কোতয়ালী থানায় নিয়ে যায় পুলিশ।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া জানান, এ ঘটনায় আজ শুক্রবার সকালে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজেকে পণ্যবাহী মাহেন্দ্র খাদে, চালক নিহত
দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
X
Fresh