• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রংপুর নির্বাচন: পুরুষের সমানতালে ছুটছেন নারীরাও

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ডিসেম্বর ২০১৭, ১১:৪৩

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে পুরুষ কাউন্সিলরদের পাশাপাশি সমানতালে তাল মিলিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নারী কাউন্সিলরাও।

মানুষের অধিকার বাস্তবায়নে পুরুষ, মহিলার পাশাপাশি রয়েছে তৃতীয় লিঙ্গের প্রার্থীও।

৩৩ টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৫ জন।

এছাড়া সরাসরি কাউন্সিল পদে ৩ জনসহ রয়েছেন তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী।

দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

সিটি করপোরেশন নির্বাচনে এবার ভোটার ৩ লাখ ৯৪ হাজার।

তার মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।

মোছা লুনা বেগম নামে এক গৃহিনী বলেন, সিটি করপোরেশন হওয়ার পর থেকেই এখানে নারীরা অবহেলিত। এই অবহেলিত নারীরাই ভোট প্রয়োগে বেশি এগিয়ে। রসিক নির্বাচনটা নারী নেতৃত্ব তৈরি করার বড় সুযোগ।

এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh