• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইশ, যদি সাঁকোটি ঠিক করা হতো!

আরটিভি অনলাইন রিপোর্ট, ঝালকাঠি

  ০২ অক্টোবর ২০১৬, ২৩:১৬

৫ কিলোমিটার ঘুরে বিদ্যালয়ে আসতে হয়। অথচ ভাঙ্গা সেতুটি মেরামত করা হলে এমন দুর্ভোগ পোহাতে হতো না শিক্ষার্থীদের। দুঃখজনক এই দৃশ্যপট ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের আমুয়া-মরিচবুনিয়া এলাকার।

এখানকার চারাঘাটায় মিস্তুরী নামে খালের সামনের সাঁকোটি থেকেও নেই।

চলতি বছরের প্রথম দিকে সাঁকোটির একাংশ ভেঙ্গে যাওয়ায় বন্ধ হয়ে যায় এর ব্যবহার। ফলে চরম দুর্ভোগে পড়ে ৩৯ নাম্বার পশ্চিম ছোনাউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

২০১২ সালে দূর দুরান্ত থেকে সহজে এবং অল্প সময়ে ওই বিদ্যালয়ে আসতে একটি সাঁকো তৈরি করা হয়। নিজেদের তৈরি করা কলাগাছের ভেলায় স্কুলে আসতে গিয়ে প্রায়ই পানিতে পড়ে দুর্ঘটনার স্বীকার হচ্ছে শিক্ষার্থীরা।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ওই স্থানে দ্রুত সাঁকোটি সংস্কার করে একটি ব্রীজ তৈরি করা হোক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, বর্তমানে প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে। খালের ভাঙ্গা সাঁকোটি ঠিক করা অথবা ওইখানে ব্রীজ তৈরি হলে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা আরো বাড়বে বলছেন এলাকাবাসী।

এসএস / এসজেড / এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh