• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা: স্পিকার

রংপুর প্রতিনিধি

  ১৪ ডিসেম্বর ২০১৭, ১৬:২৮

জাতিকে মেধাশূন্য করার জন্যই বিজয়ের আগ মুহূর্তে স্বাধীনতাবিরোধী রাজাকার ও আলবদরেরা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। বললেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবশে তিনি একথা বলেন।

স্পিকার আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ ২৩ বছরের লড়াই-সংগ্রামের ফসল আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

তাঁর ৭ মার্চের দিকনির্দেশনামূলক ভাষণ শুনেই স্বাধীনতাকামী মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। পরে তারা নয় মাসের যুদ্ধ শেষে বিজয়ীর বেশে ঘরে ফিরেছে।