• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রসিক নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থীর বিরুদ্ধে মনোয়ন বাতিলের আবেদন খারিজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ডিসেম্বর ২০১৭, ১৩:৩১

আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপীর অভিযোগ এনে সোনালী ব্যাংকের মনোয়ন বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার দুপুরে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে সোনালী ব্যাংকের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী শামীম খালেদ। কাওসার জামান বাবলার পক্ষে ছিলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ।

বুধবার সোনালী ব্যাংক বিএনপি মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার বিরুদ্ধে ঋণখেলাপীর অভিযোগ এনে মনোয়ন বাতিলের আবেদন করে।

এর আগে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী কাওসার জামান বাবলার বৈধ মনোনয়নপত্র বাতিল চেয়ে ২৭ নভেম্বর আবেদন করেন সোনালী ব্যাংকের ঢাকার বৈদেশিক বাণিজ্যিক করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ ইয়াসিন। কিন্তু শুনানিতে বাবলার বিরুদ্ধে ঋণ খেলাপির কোনো প্রমাণ উপস্থাপন করতে না পারায় ৩০ নভেম্বর সোনালী ব্যাংকের আবেদন খারিজ করে দেয় নির্বাচন কর্তৃপক্ষ।

আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু, বিএনপির কাওসার জামান বাবলা, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফাসহ আরো ৩জন।

এমসি /এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
বিচার বিভাগে হস্তক্ষেপ : প্রধান বিচারপতিকে ইমরানের চিঠি
ইতিহাস গড়লেন বাঁধন
আপিল বিভাগে নিয়োগ পাচ্ছেন ৩ বিচারপতি
X
Fresh