• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জঙ্গি সালাউদ্দিনকে ৫ লাখ টাকার চেক প্রদান

কুষ্টিয়া প্রতিনিধি

  ১৪ ডিসেম্বর ২০১৭, ১১:৫৫

স্বাভাবিক জীবনে ফিরে আসায় জঙ্গি সালাউদ্দিন আহম্মেদ সুজনকে ৫ লাখ টাকার চেক দিয়েছে র‌্যাব।

বুধবার দুপুরে র‌্যাব কুষ্টিয়া ক্যাম্পে এক সংবাদ সম্মেলন করে র‌্যাব-১২ এর অধিনায়ক ডিআইজি সেলিম মো. জাহাঙ্গীর এ চেক দেন।

এসময় তিনি জানান, গেলো বছরের ১৫ ডিসেম্বর স্বাভাবিক জীবনে ফিরে আসতে র‌্যাবের দেয়া সুযোগ গ্রহণ করে সালাউদ্দিন আহম্মেদ সুজন (৩৪)। পরে আত্মসমর্পণ করে সে। আত্মসমর্পণের পর তাকে বিচারের সম্মুখীন করা হয়। সম্প্রতি তিনি কুষ্টিয়া আদালত থেকে জামিনে বের হয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী সুজনকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে ৫ লাখ টাকার চেক দেয়া হয়। চেক প্রদানের সময় সুজনের আত্মীয়-সজন উপস্থিত ছিলেন।

সুজন কুষ্টিয়ার খাজানগরে একটি চালকলে কর্মরত ছিল। একসময় সে জঙ্গি সংগঠন জেএমবি দলের সঙ্গে জড়িয়ে পড়ে।

সালাউদ্দিন আহম্মেদ সুজন রাজশাহী জেলার বাঘা উপজেলার দাঁদপুর গ্রামের আব্দুল হালিম মোল্লার ছেলে।

জেবি/এসআর

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নৌবাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন
মন্দিরে সিঁদুর পরিয়ে নারীকে ধর্ষণ, অতঃপর....
‘বর্ষবরণ ঘিরে যেকোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত র‌্যাব’
ঈদের জামাত ঘিরে নিরাপত্তা হুমকি নেই : র‌্যাব ডিজি
X
Fresh