• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভৈরবে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ৪০

ভৈরব প্রতিনিধি

  ১৩ ডিসেম্বর ২০১৭, ১৭:৪১

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দুইদল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।

বুধবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম তাহের মিয়া (৪৫)। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আহতদের ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভৈরব থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ স্থানীয়দের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভবানীপুর গ্রামের দুই আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবির ও জয়নাল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাদের মধ্যে কিছুদিন পর পর সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে বুধবার সকালে দুই নেতার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় হুমায়ূন পক্ষে যোগ দেয় পাশের এলাকা জাফরনগরের ভূইয়া বাড়ি ও জয়নাল পক্ষে যোগ দেয় একই গ্রামের ভর্তা বাড়ির লোকজন।

এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘণ্টাব্যাপী উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

এসময় প্রতিপক্ষের লোকজনের ছুড়া টেঁটা বুকে বিদ্ধ হয়ে হুমায়ূন পক্ষের সমর্থক তাহের মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এদিকে তাহের মিয়ার মৃত্যুর খবর শুনে তার স্বজনরা প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ৬০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
X
Fresh