• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মারা গেছে ‘যুবরাজ’

কুমিল্লা প্রতিনিধি

  ১২ ডিসেম্বর ২০১৭, ১৬:৫০

কুমিল্লা চিড়িয়াখানার সিংহ যুবরাজ মারা গেছে। মঙ্গলবার সকালে কুমিল্লা চিড়িয়াখানায় তার মৃত্যু হয়।

সিংহটি দীর্ঘদিন ধরে মুমূর্ষু অবস্থায় ছিল। যুবরাজের ময়নাতদন্তের জন্য তিন সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

কুমিল্লা সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার আরটিভি অনলাইনকে জানান, বার্ধক্যজনিত কারণেই সিংহটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য সিংহটির বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের আলামত সংগ্রহ করা হয়েছে। যা পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হবে। আর তার দেহের অন্যান্য অংশ কুমিল্লা চিড়িয়াখানাতেই মাটি চাপা দেয়া হবে।

কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক বলেন, যুবরাজ সিংহ দীর্ঘদিন মুমূর্ষু অবস্থায় ছিল। চিকিৎসকরা জানিয়েছেন, একটি সিংহ সাধারণত ১৪ বছর বাঁচে, যুবরাজের বর্তমান বয়স ১৮ বছর। এটি মূলত তার বাড়তি জীবনকাল অতিবাহিত করেছে। মঙ্গলবার সেটি মারা যায়।

গেলো নভেম্বরে কুমিল্লা চিড়িয়াখানায় সিংহ যুবরাজের রুগ্নতা নিয়ে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সেই সংবাদে চিড়িয়াখানার বেহাল অবস্থার কথাও তুলে ধরা হয়। এরপরই চিড়িয়াখানার সংস্কার নিয়ে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।

২০০৪ সালে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে যুবরাজকে কুমিল্লা চিড়িয়াখানায় আনা হয়।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh