• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আড়াই হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

  ১২ ডিসেম্বর ২০১৭, ১৩:২৭

চট্টগ্রামে প্রায় আড়াই হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার কর্মকর্তারা।

মঙ্গলবার সকালে পটিয়া উপজেলার মনসা বাদামতল এলাকা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান, অধিদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) জিল্লুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রফিক (১৮) ও আনিছ উল্লাহ (২০) কক্সবাজারের কুতুপালং ১১ নম্বর শরণার্থী শিবিরের বাসিন্দা। কয়েক বছর আগে তারা মিয়ানমার থেকে এসে কক্সবাজারে আশ্রয় নেন।

জিল্লুর রহমান বলেন, রফিক ও আনিছ ইয়াবা নিয়ে বাসে করে টেকনাফ থেকে চট্টগ্রামে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের গোয়েন্দা শাখার একটি দল খবর পেয়ে আগে থেকেই বাদামতল এলাকায় অবস্থান নিয়ে ছিল। তারা বাস থেকে নামার পর তল্লাশি করে তাদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পটিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
জাতিসংঘে ফের রোহিঙ্গা সংকট উত্থাপন বাংলাদেশের
X
Fresh