• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন নিয়ন্ত্রণে

সিলেট প্রতিনিধি

  ১১ ডিসেম্বর ২০১৭, ১৪:৫২

সিলেটের ফেঞ্চুগঞ্জে পাওয়ার গ্রিড কোম্পানির সাব-স্টেশনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে বেলা ১১ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ হওয়া উপজেলার সরকারি-বেসরকারি চারটি পাওয়ার স্টেশন চালু করা হয়েছে।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এবিএম ফেরদৌস জানান, বেলা ১১টার দিকে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। কি কারণে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তদন্তের মাধ্যমে আগুন লাগার বিষয়টি জানা হচ্ছে।

বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে একটি ট্রান্সফর্মার পুড়ে গেছে। সাব-স্টেশন থেকে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সক্ষমতার অভাবে দুই যুগেও ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হয়নি (ভিডিও)
চট্টগ্রামে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
হাজারীবাগ ঝাউতলার বস্তির আগুন নিয়ন্ত্রণে
X
Fresh