• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে ৬০০ যাত্রীকে জরিমানা

পাবনা প্রতিনিধি

  ১০ ডিসেম্বর ২০১৭, ২১:২২

বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে পাকশী বিভাগীয় রেলওয়ের বিভিন্ন রুটের ৮টি ট্রেনের ৬০০ যাত্রীকে জরিমানা করেছে কর্তৃপক্ষ। তাদের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন পাকশী বিভাগীয় রেল কর্মকর্তারা।

ঈশ্বরদী-রাজশাহী আন্তঃনগর কমিউটার ট্রেন, রাজশাহী-চিলাহাটি তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস, দিনাজপুর-ঢাকা দ্রুতযান এক্সপ্রেস, চিলাহাটি-খুলনা রূপসা এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস এবং রাজশাহী-ঢাকা-ঈশ্বরদী বাইপাসগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে বিনা টিকেটে ভ্রমণের অভিযোগে যাত্রীদের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার, বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী, বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা খায়রুল ইসলাম, বিভাগীয় সংকেত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, বিভাগীয় সহ-বাণিজ্যিক কর্মকর্তা মজিবুর রহমান, অ্যাসিসটেন্ট কমান্ড্যান্ট আবু হেনা, টিকেট কালেক্টর আব্দুল আলিম বিশ্বাস মিঠু ও ইয়াসির আরাফাত।

পি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেলস্টেশনে বসেছে ভেন্ডিং মেশিন, যাত্রীরাই কাটবে নিজের টিকিট
১৬০০ মিটার দৌড়ে যেমন করলেন টাইগাররা
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, বিমানের টিকিট পাচ্ছেন যারা 
টিকিট ছাড়া পার্কে ৫ শিশু, কান ধরে দাঁড় করিয়ে রাখলেন ইউএনও
X
Fresh