• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মৌলভীবাজারে ছাত্রলীগকর্মী খুন: দুই ছাত্র আটক

মৌলভীবাজার প্রতিনিধি

  ১০ ডিসেম্বর ২০১৭, ১৫:৫০

ছাত্রলীগের দুই কর্মী খুনের মামলার আসামি মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হচ্ছেন দশম শ্রেণির শিক্ষার্থী কনক দাশ ও আল জামিল।

রোববার সকালে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ বলেন, ‘গতকাল শনিবার রাতে কুলাউড়া উপজেলার পাবই এলাকার নিজ বাড়ি থেকে কনককে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে সদর উপজেলার ফতেপুর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আল জামিলকে।

তারা মামলার আসামি এবং স্কুলের আবাসিক হোস্টেলে থেকে পড়াশোনা করত।

এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মৌলভীবাজারে ছাত্রলীগকর্মী মোহাম্মদ আলী শাহাবাব ও নাহিদ আহমদ মাহিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে হত্যা করা হয়।

শাহাবাব শহরের পুরাতন হাসপাতাল এলাকার বাসিন্দা। তিনি মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

আর মাহি কনকপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা।

এরপর গত ৮ ডিসেম্বর ভোররাতে শহরের বেরীরচর এলাকা থেকে রুবেল নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আরো জানান, ঘটনার পর নিহত শাহাবাবের মা সেলিনা রহমান চৌধুরী বাদী হয়ে ১২জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর প্রাথমিক তদন্ত শেষে শনিবার রাতে সন্দেহভাজন পাঁচজনের নাম ও ছবি প্রকাশ করে পুলিশ। ওই পাঁচজনের সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়ারও ঘোষণা দেয়া হয়।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, বাল্কহেডসহ আটক ১১
X
Fresh