• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে ব্যাংকে আগুন, নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১০ ডিসেম্বর ২০১৭, ০৮:৪১

নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় সিটি করপোরেশন মালিকানাধীন একটি বহুতল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে।

রোববার ভোরে পদ্ম সিটি প্লাজা-১ নামে ওই ভবনের তৃতীয় তলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।

নিহতের নাম সেলিম। তিনি ওই ব্যাংকের নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্বপালন করছিলেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, রোববার সকালে সিটি করপোরেশনের ১০ তলা মার্কেটের তিন তলায় আগুনের সূত্রপাত ঘটে। এ সময় আতঙ্কে ভবনে বসবাসকারী লোকজন আত্মরক্ষার জন্য ছাদে উঠে পড়ে। খবর পেয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের মোট নয়টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

তিনি আরো বলেন, আগুনের কারণে যারা নিচে নামতে পারেনি। তারা সবাই ছাদে উঠেছিল। সেখান আটকে পড়া ২০-২৫ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার করতে গিয়ে আমিনুল ইসলাম নামে এক দমকলকর্মী আহত হন।

এসএস/এ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
X
Fresh