• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বরিশালে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

বরিশাল প্রতিনিধি

  ০৯ ডিসেম্বর ২০১৭, ১৭:১৪

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বরিশালে সারাদিন সূর্যের দেখা মেলেনি। শনিবার সকাল থেকে নগরীতে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। যার কারণে জন-জীবন কিছুটা বিপর্যস্ত হয়ে পরেছে। অপরদিকে স্থানীয় নদ-নদীতে ১ নম্বর সংকেত থাকায় লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও ৬৫ ফুটের নীচের লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌযান ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বরিশালে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও ৬৫ ফুটের নীচের লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এখন পর্যন্ত নৌযান চলাচলে কোনো সমস্যা হয়নি।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আনিচুর রহমান জানান, উত্তর বঙ্গোপসাগরের গভীরে নিম্নচাপের সৃষ্টির কারণে আকাশে মেঘমালা সঞ্চালন হওয়ায় বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সমুদ্রে ৩ নম্বর সংকেত থাকলেও বরিশালের স্থানীয় নদীগুলোতে ১ নম্বর সংকেত রয়েছে। তবে নিম্নচাপটি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। শনিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ দশমিক ১০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার রেকর্ড করা হয়েছে। রোববার পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেবি/পি