• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মহেশখালীতে সন্ত্রাসী গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কক্সবাজার প্রতিনিধি

  ০৯ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৭

কক্সবাজারের মহেশখালীর পাহাড়ে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।

শনিবার ভোরে উপজেলার হোয়ানক ইউনিয়নের কাঠালতলী পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আবু কায়সার। পুলিশের দাবি তিনি একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে দুইটি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ আরটিভি অনলাইনকে জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে স্থানীয় সন্ত্রাসী জালাল বাহিনী ও জোনাব আলী বাহিনীর মধ্যে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে শনিবার ভোরে মহেশখালীর হোয়ানক ইউনিয়নে কাঠালতলী পাহাড় এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চোখে গুলিবিদ্ধ অবস্থায় আবু কায়সারকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়।

অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

নিহত আবু কায়সারও একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে বলে জানান ওসি।

এদিকে পাহাড়ে আইনশৃঙ্খলা নষ্টকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। জালাল বাহিনী ও জোনাব আলী বাহিনী দীর্ঘদিন ধরেই পাহাড়ি এলাকায় ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত আছে।

জেবি/আরকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
টেকনাফে সিএনজি থামিয়ে চিকিৎসকসহ ২ যাত্রীকে অপহরণ 
নাফ নদীতে বিজিপির গুলি, গুলিবিদ্ধ ২ বাংলাদেশি
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক দত্তক পেলেন সেবিকা
X
Fresh