• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নারী শিক্ষার আলোকবর্তিকা জ্বালাতে এসেছিলেন তিনি

রংপুর প্রতিনিধি

  ০৯ ডিসেম্বর ২০১৭, ১২:৫২

আজ ৯ ডিসেম্বর। বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস।

নারীর ক্ষমতায়ন ও নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠায় জীবনের শেষ দিনটি পর্যন্ত কাজ করেছিলেন বেগম রোকেয়া।

কুসংস্কার আচ্ছন্ন সমাজে নারী শিক্ষার আলোকবর্তিকা জ্বালাতে ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে জন্মেছিলেন তিনি। আবার ১৯৩২ সালের এই দিনেই মারা যান এই মহীয়সী নারী। মাত্র ৫২ বছরের সংক্ষিপ্ত জীবনে অবহেলিত অশিক্ষিত ও নির্যাতিত নারীদের মুক্তির পথ দেখিয়েছিলেন তিনি।

তবে এলাকাবাসীর অভিযোগ, মহীয়সী এ নারীর নামে দেশে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠলেও তার জন্মস্থান রংপুরের পায়রাবন্দে স্মৃতি সংরক্ষণে এখনো পর্যাপ্ত কোনো পদক্ষেপ নেয়া হয়নি। গড়ে তোলা হয়নি কোনো স্মৃতি জাদুঘর ও পর্যটন কেন্দ্রও। এছাড়া লোকবল ও পৃষ্ঠপোষকতার অভাবে খুঁড়িয়ে চলছে রোকেয়া স্মৃতি পাঠাগারটিও।

স্থানীয়রা বলছেন, পায়রাবন্দে সীমিত পরিসরে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র চালু হলেও পূর্ণাঙ্গ স্মৃতিকেন্দ্র বা জাদুঘর গড়ে তোলা হয়নি।

বেগম রোকেয়ার আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কর্তৃপক্ষ রোকেয়া স্মৃতিকেন্দ্রের আধুনিকায়নে যথাযথ পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

আরকে/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রোকেয়া প্রাচী
তিন দফা দাবিতে রাবির রোকেয়া হল ক্যান্টিনে শিক্ষার্থীদের তালা
X
Fresh