• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রলীগ কর্মী হত্যায় যুবলীগ নেতা আসামি

আরটিভি অনলাইন রিপোর্ট

বগুড়া

  ০১ অক্টোবর ২০১৬, ১৯:৪৫

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ কর্মী ইব্রাহীম হোসেন সবুজ হত্যার ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা নুরুল ইসলাম নুরুকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করা হয়েছে। এছাড়া মামলায় আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শুক্রবার রাতে বগুড়া সদর থানায় বাদী হয়ে এই হত্যা মামলা করেন নিহত ইব্রাহীমের চাচা হারুনুর রশিদ।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, শনিবার ভোরেই অভিযান চালিয়ে নয়ন (২৭) ও শাহ আলম (৩২) নামে এজাহারভুক্ত দু’আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতদের বাড়ি শহরের ফুলবাড়ি এলাকায়। এ ছাড়া ঘটনার পর আটক সন্দেহভাজন আরো দু’যুবকের মধ্যে সুনীলকে (২৪) এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে জীবন (২৫) নামে অপর একজনকে।

২৯ সেপ্টেম্বর দুপুরে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন এলাকায় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে বগুড়া শহরের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং তার সহযোগীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নুরুল ইসলামের নেতৃত্বে তার সহযোগীদের ছুরিকাঘাতে খুন হন কলেজের বাংলাবিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র এবং ছাত্রলীগের কর্মী ইব্রাহীম হোসেন সবুজ।

এসএস/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh