• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় সাত পা নিয়ে বাছুরের জন্ম

মুরাদ চৌধুরী

  ০৭ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৪

নওগাঁর আত্রাই উপজেলায় সাতটি পা নিয়ে একটি এঁড়ে বাছুরের জন্ম হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার তিলাবাদুরী গ্রামে এই বাছুরের জন্ম হয়। ঘটনাটিতে এলাকায় চাঞ্চচল্যের সৃষ্টি হয়েছে।

গাভীর মালিক নয়ন কুমার আরটিভি অনলাইনকে জানান, তিনি পেশায় একজন কৃষক। দীর্ঘদিন ধরে গরু পালন করে আসছেন। বুধবার সন্ধ্যায় তার একটি গাভী সাত পা বিশিষ্ট বাছুর প্রসব করেছে।

বাছুরটির পিঠের ওপরে আলাদাভাবে আরো তিনটি পা বের হয়েছে। বর্তমানে বাছুরটি সম্পূর্ণ সুস্থ আছে এবং হেঁটে বেড়াচ্ছে।

বিষয়টি এলাকায় প্রচার হলে আশপাশের গ্রামের শত শত উৎসুক জনতা বাছুরটিকে একনজর দেখতে গাভীর মালিকের বাড়িতে ভিড় করতে থাকেন। মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন গাভীর মালিক নয়ন কুমার।

বাছুরটি দেখতে আসা দর্শকরা জানান, ‘এমন অদ্ভুত ঘটনা আর দেখিনি। তিন পায়ের বাছুর জীবনে দেখেছি। কিন্তু সাত পায়ের বাছুর গাভী প্রসব করেছে এমন কখনো দেখিনি।’

অদ্ভুত এই বাছুরটি যেন বেঁচে থাকে এর জন্য সবাই দোয়া করেছেন।

এ বিষয়ে আত্রাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রুহুল আমিন আল-ফারুক আরটিভি অনলাইনকে বলেন, অনেক সময় কনজেনিটাল ডিফেক্টের (জন্মগত ক্রটি) কারণে এমনটা হয়ে থাকে। এ ধরনের ঘটনা সচারাচর দেখা যায় না। তবে বাছুরটি বেঁচে থাকবে কি না এ বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালীগঞ্জে ৩ পায়ের অদ্ভুত বাছুর
X
Fresh