• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে জামায়াতের ১২ নারীকর্মী আটক

রাজশাহী প্রতিনিধি

  ০৬ ডিসেম্বর ২০১৭, ২৩:৫১

রাজশাহীর মতিহার থানার বেলঘড়িয়া এলাকায় গোপন বৈঠক করার সময় জিহাদি বইপত্রসহ জামায়াতে ইসলামীর ১২ নারীকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

মতিহার থানার ওসি মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বেলঘরিয়া এলাকার মীর হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে কিছু সংখ্যক নারী গোপন বৈঠক করছেন। এমন সংবাদের ভিত্তিতে তারা ওই বাড়িতে অভিযান চালান।

তিনি জানান, এ সময় জামায়াতে ইসলামীর মহানগর শাখার ১২ নারী নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম ও নায়েবে আমির মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীসহ তাদের সংগঠনের বিভিন্ন লেখকের জিহাদি বইপত্র ও লিফলেট জব্দ করা হয়।

ওসি আরো জানান, আটকের পর জামায়াতের নারীকর্মীদের মতিহার থানায় নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমে সালাতুল ইসতিসকা আদায়ের কর্মসূচি জামায়াতের
চাঁদপুরে জামায়াতের পিছুটান
উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি-জামায়াতের ৭০ নেতা
দেশের সার্বভৌমত্বের বড় শত্রু বিএনপি-জামায়াত : শেখ পরশ
X
Fresh