• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে পরিবহন ব্যবসায়ীকে গুলিকে করে হত্যা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ডিসেম্বর ২০১৭, ২০:৪০

চট্টগ্রাম শহরের একটি বাস টার্মিনালে মো. হারুন নামের এক পরিবহন ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রোববার সন্ধ্যায় কদমতলী শুভপুর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারি কমিশনার মো.জাহাঙ্গীর আলম জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে নগরীর কদমতলী শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে গুলি করা হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হারুনের বুকে তিনটি গুলি লাগে।

তিনি আরো বলেন, মো. হারুন প্রয়াত মহানগর বিএনপি নেতা দস্তগির চৌধুরীর ভাই আলমগীর চৌধুরীর ছেলে। কারা গুলি করেছে তা এখনো জানা যায়নি।

বন্দর থানার ওসি তদন্ত মো. রহুল আমিন বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের তিন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মো. জোবায়ের এবং আব্দুল কাদের মিলে শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় আনন্দ সমাবেশ ও শোভযাত্রার আয়োজন করেছিলেন। এসময় মো. হারুন তার ব্যবসা প্রতিষ্ঠানে বসা ছিলেন। এ সুযোগে একদল দুর্বৃত্ত হারুনকে গুলি করে পালিয়ে যায়। সম্ভবত সুযোগ সন্ধানী কেউ শোভাযাত্রার জনসমাগমের সুযোগ নিয়ে এই কাজ করেছে। অপরাধীদের ধরার চেষ্টা চলছে।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
নিহত চুয়েটের ২ শিক্ষার্থীর পরিবার পাবে ১০ লাখ টাকা 
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
X
Fresh