• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

যশোরে এনজিও কর্মকর্তাকে গুলি করে হত্যা

যশোর প্রতিনিধি

  ০৩ ডিসেম্বর ২০১৭, ০০:০১

যশোর উপশহরে সন্ত্রাসীরা এক এনজিও কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপশহরের ৫৬ সি-ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম গোলাম কুদ্দুস ভিকু (৫০)। তিনি ওই এলাকার ইয়াসিন সিদ্দিকের ছেলে ও প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা এলাকাবাসীর বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা উপশহর ৫৬ সি-ব্লকে হানা দেয়।

এসময় সন্ত্রাসীরা ভিকুকে নিজ বাড়ির সামনে মুখে ও মাথায় কয়েক রাউন্ড গুলি করে। এরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ভিকুকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান ভূঁইয়া আরটিভি অনলাইনকে জানান, হাসপাতালে আনার আগেই ভিকু মারা গেছেন।

ওসি আজমল হুদা আরো জানান, নিহত ভিকুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে কারা এবং কেন তাকে হত্যা করা হলো তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে বলেও জানান ওসি।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেল থেকে তাড়াতাড়ি বের হওয়ায় যুবককে কুপিয়ে হত্যা
মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
ঈদে মেয়ে ও জামাইকে কাপড় দিতে না পেরে আত্মহত্যা
মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যা করল আরেক বাংলাদেশি
X
Fresh