• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দেশের পথে মেয়র আনিসুল হকের মরদেহ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ ডিসেম্বর ২০১৭, ০৮:৪৮

নিজের প্রিয় শহর ঢাকায় ফিরছেন মেয়র আনিসুল হক। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ লন্ডন থেকে দেশে আনা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৫৮ মিনিটে) সেটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

ওই ফ্লাইটে আনিসুল হকের স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক এবং একজন নাতনি রয়েছেন।

বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ফ্লাইটটি শনিবার বেলা ১টার দিকে ঢাকা পৌঁছাবে বলে জানা গেছে।

গেলো ২৯ জুলাই যুক্তরাজ্যে যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রায় সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে মারা যান ডিএনসিসি মেয়র আনিসুল হক।

লন্ডনে তার নামাজের জানাজায় হাজারো যুক্তরাজ্য প্রবাসী অংশ নেন। শুক্রবার জুমার নামাজের পর লন্ডনের রিজেন্ট পার্ক জামে মসজিদে অনুষ্ঠিত জানাজায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা অংশ নেন।

শনিবার দুপুরে তার মরদেহ বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এ সময় পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবদের জন্য আনিসুল হককে তার বাসভবনে নিয়ে যাওয়া হবে।

এর আগে বিকেল ৩টায় তার মরদেহ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে এবং সর্বসাধারণের শেষ শ্রদ্ধা জানাতে আর্মি স্টেডিয়াম উন্মুক্ত থাকবে। বিকেল ৪টায় আসরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। এদিনই তাকে বনানী কবরস্থানের দাফন করা হবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh