• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বেনাপোলে ২০ স্বর্ণের বারসহ দুই ভারতীয় আটক

যশোর প্রতিনিধি

  ০১ ডিসেম্বর ২০১৭, ২২:৪৩

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা থেকে দুই ভারতীয়ের কাছ থেকে দুই কেজি ওজনের ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা।

শুক্রবার দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের উপ পরিচালক মোহাম্মদ আব্দুস সাদেক।

আটকরা হলেন, ভারতের কলকাতার খিদিরপুর এলাকার নূরুল হকের ছেলে নসরুল হক(৩৫) ও দিল্লির উত্তমনগর এলাকার মহেন্দ্র বার্মার ছেলে সঞ্জিব বার্মা(৫০)।

মোহাম্মদ আব্দুস সাদেক জানান, স্বর্ণ পাচারের গোপন সংবাদ পেয়ে বেনাপোল কাস্টম চেকপোস্টের সামনে থেকে ওই দুইজনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে শরীরের নিম্নাংশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০টি স্বর্ণের বার পাওয়া যায়।

আটক পাচারকারীদের বিরুদ্ধে স্বর্ণ পাচারের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

কে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh