• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ নভেম্বর ২০১৭, ১২:২৭

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা রেলস্টেশনে জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটেরা রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে।

সিলেট রেলস্টেশন ম্যানেজার আবদুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভাটেরা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি এই দুর্ঘটনায় পড়ে।

এ কারণে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসটি সিলেটে আটকা পড়েছে।

এদিকে এই রেললাইনটি সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগের একমাত্র পথ।

খবর পেয়ে কুলাউড়া জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ভাটেরা স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছে।

ট্র্যাফিক ইন্সপেক্টর এরফানুর জানান, উদ্ধারকারী ট্রেনটি এসে বগি উদ্ধারের কাজ শেষ করলেই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়ে যাবে।

আরকে/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
সিলেটে হিট স্ট্রোকে রিকশাচালকের মৃত্যু
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
X
Fresh