• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাসপোর্ট বানাতে আসা ‘২ রোহিঙ্গা নারী’ আটক

চট্টগ্রাম প্রতিনিধি

  ২৯ নভেম্বর ২০১৭, ২০:০২
ফাইল ছবি

পাসপোর্ট বানাতে চট্টগ্রামে আসা সন্দেহভাজন দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে নগরীর পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আটকের পর তাদেরকে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের একজনের নাম মোছাম্মদ আরজু (২৪) ও আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।

পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. আজিজুল ইসলাম বলেন, ‘নিজের বোন না হলেও বোন পরিচয় দিয়ে দুই নারী পাসপোর্ট বানাতে আসেন।’

এসময় তাদের কথাবার্তায় সন্দেহ হয়। জানতে চাইলে তারা প্রথমে নিজেদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী বলে জানায়। কিন্তু দুজনের কথাবার্তা অনেকটা রোহিঙ্গাদের মতো হওয়ায় তাদের চ্যালেঞ্জ করা হয়।