• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রসিক নির্বাচন

বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল চেয়ে সোনালী ব্যাংকের আপিল

রংপুর প্রতিনিধি

  ২৮ নভেম্বর ২০১৭, ১৯:৫১

আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ঋণ খেলাপির অভিযোগে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার মনোনয়নপত্র বাতিলের আবেদন জানিয়েছে সোনালী ব্যাংক।

বাবলার মনোনয়নপত্র বাতিলের জন্য আপিল বোর্ডের প্রধান বরাবর আবেদন জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার দুপুরে বিভাগীয় কমিশনার বরাবর এই আবেদন করেন সোনালী ব্যাংক ঢাকার বৈদেশিক বাণিজ্যিক করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)।

ওই আবেদনে বলা হয়, বিএনপি মেয়র পদপ্রার্থী কাওসার জামান বাবলা মেসার্স এজাক্স জুট মিলের পরিচালক। ওই মিলের পাঁচ পরিচালক যৌথ নামে ৪২ কোটি টাকা ঋণ এখনও পরিশোধ করেননি। এটি খেলাপি ঋণে পরিণত হয়েছে।

বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ বলেন, বিএনপি প্রার্থীর বিরুদ্ধে সোনালী ব্যাংকের একটি আবেদন পাওয়া গেছে। ৩০ নভেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে।

তিনি আরো বলেন, আবেদনপত্র গ্রহণ করেছি এবং তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে ২৬ নভেম্বর যাচাই-বাছাইয়ের পর কাওসার জামান বাবলার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৪ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর।

প্রথম বারের মতো গত ২০১২ সালের ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়।

বর্তমানে রসিকের ভোটার সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন।

এসএস /ওয়াই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুকি-চিনের হাতে অপহৃত সেই ব্যাংক ম্যানেজারকে বদলি
‘ব্যাংক ম্যানেজারের কারণে টাকা লুট করতে পারেনি সন্ত্রাসীরা’
স্বামীকে ফিরে পেয়ে যা বললেন ব্যাংক ম্যানেজারের স্ত্রী
সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিন উদ্ধার 
X
Fresh