• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জঙ্গিরা পাখিপ্রেমী!

রাজশাহী প্রতিনিধি

  ২৮ নভেম্বর ২০১৭, ১৭:৫১

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের যে বাড়িটিতে র‌্যাব অভিযান চালিয়েছে সেটি জঙ্গিরা পাখিপ্রেমী পরিচয়ে ভাড়া নেন। চরের মাঝখানে এই বাড়িতে থেকে বিভিন্ন ধরনের পাখি দেখবে বলে জানিয়েছিলেন তারা।

মঙ্গলবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলীর মধ্যচরে ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা হামলা চালায়। আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও তারা তাতে সাড়া দেয়নি। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে আস্তানার ভেতরে বিস্ফোরণে তিন জঙ্গি নিহত হন।

মুফতি মাহমুদ খান বলেন, চাঁপাইনবাবগঞ্জ ও আশপাশের এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে যাদের আটক করা হয়েছে তাদের কাছ থেকেই এই আস্তানার তথ্য পাওয়া যায়। পরে এই এলাকায় নজর রাখা হয়। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি রাজশাহীর কোনো এলাকায় নাশকতা চালানোর জন্য এখান থেকে প্রশিক্ষণ ও সংগঠিত হওয়ার কাজ করছিল জঙ্গিরা।

মুফতি মাহমুদ খান বলেন, বিস্ফোরণে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আস্তানা থেকে দুটি বোমা ও ডেটোনেটর নিষ্ক্রিয় করা হয়েছে।

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তারা এই আস্তানা থেকে দূরে অন্য একটি বাড়িতে থাকেন।

এসএস/এসআর

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
আ.লীগ নেতার গাড়িতে মুহুর্মুহু ককটেল হামলা
গোমস্তাপুরে দুই ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে আর্থ আওয়ার কর্মসূচী
X
Fresh