• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাড়ির মালিকসহ আটক ৩, বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছলে মূল অভিযান

রাজশাহী প্রতিনিধি

  ২৮ নভেম্বর ২০১৭, ১১:৫৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মধ্যচরের চর আলাতলীর একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, বাড়ির মালিক রাশিকুল, তার স্ত্রী নাজমা এবং রাশিকুলের শ্বশুর খোরশেদ আলম।

এদিকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বোমা নিষ্ক্রিয়কারী দল। তারা পৌঁছানোর পর মূল অভিযান শুরু হবে বলে র‌্যাব সূত্রে জানা যায়।

এর আগে রাজশাহী র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম জানান, জঙ্গিরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত তিনটার দিকে চর আলাতলীর একটি বাড়িতে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালায়।

অভিযানে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলায় তারা কোনো প্রকার সাড়া না দিয়ে প্রথমে গুলি ও পরে গ্রেনেড ধরনের কিছুর বিস্ফোরণ ঘটায়। এতে ওই আস্তানার তিনটি ঘরে আগুন লাগে।

র‌্যাব আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতী মাহমুদ খান বলেন, বাড়িটিতে কয়জন অবস্থান করছেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলেজছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ 
পানির পরিবর্তে ওঠা তরল নিয়ে কৌতূহল
চাঁপাইনবাবগঞ্জে নানান আয়োজনে বর্ষবরণ
ঈদের দিন উচ্চস্বরে গান-বাজনা করায় জরিমানা
X
Fresh