• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চাঁপাইনবাবগঞ্জে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চলছে

রাজশাহী প্রতিনিধি

  ২৮ নভেম্বর ২০১৭, ০৮:৪৭

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মধ্যচরের চর আলাতলীর একটি বাড়িতে ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের অভিযান চলছে। র‌্যাব প্রথমে তাদের আত্মসমর্পণ করতে আহ্বান জানায়। এতে সাড়া না দিয়ে প্রথমে গোলাগুলি ও পরে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এতে বাড়িতে আগুন ধরে যায়। এটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সীমান্ত এলাকা।

রাজশাহী র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জঙ্গিরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত তিনটার দিকে চর আলাতলীর একটি বাড়িতে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালায়।

অভিযানে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলায় তারা কোনো প্রকার সাড়া না দিয়ে প্রথমে গুলি ও পরে গ্রেনেড ধরনের কিছুর বিস্ফোরণ ঘটায়। এতে ওই সন্দেহভাজন আস্তানার তিনটি ঘরে আগুন লাগে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালায় ও আবারো তাদের আত্মসমর্পণ করতে বলে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

র‌্যাব জানায়, রাত প্রায় সাড়ে ৪টার দিকে বাড়িটিতে বিস্ফোরণ ঘটে ও আগুন লেগে যায়। র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পহেলা বৈশাখে জঙ্গি হামলার আশঙ্কা নেই’
ঈদের পরেই কঠোর অবস্থানে যাবে সরকার : শাজাহান খান
বুয়েটে জঙ্গিরা সক্রিয় কি না খুঁজে বের করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
‘বুয়েটকে জঙ্গি কারখানায় পরিণত করার প্রমাণ পেলেই অ্যাকশন’
X
Fresh