• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
  ২৭ নভেম্বর ২০১৭, ১৭:২৭

ময়মনসিংহের গফরগাঁয়ে কৃষক হাফিজউদ্দিন (৫৫) হত্যা মামলায় দুই সহোদরকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।

এছাড়া তাদের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন গফরগাঁও উপজেলার চরমছলন্দ গ্রামের সাহাবউদ্দিনের ছেলে তফাজ্জল হোসেন ও ফেরদৌস।

মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালের তিন নভেম্বর গফরগাঁও উপজেলার চরমছলন্দ গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে হাফিজউদ্দিনকে পূর্ব শক্রতার জের ধরে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ব্যাপারে নিহত হাফিজউদ্দিনের স্ত্রী মোছা. আক্তার খাতুন গফরগাঁও থানায় মামলা করেন। পরে নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে দুই সহোদর তফাজ্জল হোসেন ও ফেরদৌসকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দোষ প্রমাণিত না হওয়ায় মামলার পলাতক আসামি চঞ্চল মিয়া, উজ্জ্বল মিয়া, জাহাঙ্গীর হোসেন, সাহাবউদ্দিন, শেফালী বেগম, মোছা. ফাতেমা খাতুন ও মোফাজ্জল হোসেনকে খালাস দেয়া হয়েছে।

জেবি/এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির
X
Fresh