• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রসিক নির্বাচন : যাচাই-বাছাই শেষে ১৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

রংপুর প্রতিনিধি

  ২৬ নভেম্বর ২০১৭, ২৩:০৬

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে যাচাই-বাছাই শেষে ছয় মেয়র পদপ্রার্থী এবং ১২ কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

গত শনিবার শুরু হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে রোববার বিকেলে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা সুভাশ চন্দ্র এ তথ্য জানান।

ঋণ খেলাপি ও ত্রুটিযুক্ত কাগজপত্র সংযুক্ত থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে এসময় জানানো হয়।

মেয়র পদের জন্য মনোনয়নপত্র জমাদানকারী সাবেক জাপা নেতা ও রংপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুর রউফ মানিক, মেহেদী হাসান বনি, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, শামীম রায়হান, আঞ্জুম আরা সুইটি এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজুর মনোনয়ন বাতিল করা হয়।

গত ২২ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত মেয়র পদে ১৩ জন এবং কাউন্সিলর পদে সংরক্ষিত ও সাধারণ মিলিয়ে ২৯৩ জন মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী ৩ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৪ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ২১ ডিসেম্বর।

রসিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী এক লাখ ৯১ হাজার ৭৬২ জন। সাধারণ ওয়ার্ড ৩৩টি, সংরক্ষিত ওয়ার্ড ১১টি এবং মোট ভোটকেন্দ্র ১৯৩টি।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh