• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মাদরাসা ছাত্ররা জঙ্গিবাদে জড়িত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

শরীয়তপুর প্রতিনিধি

  ২৬ নভেম্বর ২০১৭, ১৮:৫৭

বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। বাংলাদেশে জঙ্গি হামলা হওয়ার পর ধারণা করা হতো আলেম ওলামা ও মাদরাসার ছাত্ররা করেছে। পরবর্তীতে দেখা গেছে এটা ঠিক নয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা ইহুদি খ্রিষ্টানদের পরামর্শে উদ্বুদ্ধ হয়ে এটা করেছে।

কিন্তু বাংলাদেশের মানুষ ইহুদি ও খ্রিষ্টানদের সেই পরিকল্পনা নস্যাত করে দিয়েছে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার শরীয়তপুর পুলিশ লাইন্স চত্বরে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের আমাদের দেশে ঠেলে দেয়া হচ্ছে।

তারা আমাদের দেশে চলে আসছে। সেখানে নারীদের পাশবিক নির্যাতন করা হয়েছে। যুবকদের হত্যা করা হয়েছে। ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার জননী হিসেবে ভূষিত হয়েছেন।

তিনি সেদিন বলেছিলেন আমরা সাড়ে ষোল কোটি মানুষ খেতে পারলে ১০ লাখ রোহিঙ্গাও খেতে পারবে।

সমাবেশে মন্ত্রী বলেন, আলেম ওলামা ও মাশোয়েখরা সঙ্গে থাকলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বাংলাদেশে স্থান পাবে না। সেইসঙ্গে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক নির্মূলের জন্য সমাজের সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ওলামা-মাশায়েক সমাবেশে অন্যদের মধ্যে ছিলেন মহা পুলিশ পরিদর্শক একেএম শহিদুল হক, বিএম মোজাম্মেল হক এমপি, অ্যাডভোকেট নাভানা আকতার এমপি, মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহবুবা আকতার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, ঈমাম মাওলানা শওকত আলী, মাওলানা আবু বকর প্রমুখ।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ডিপজল-মিশা
ঈদের পরেই কঠোর অবস্থানে যাবে সরকার : শাজাহান খান
কেএনএফের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
X
Fresh