• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রাতের আঁধারে রোহিঙ্গাদের বনায়ন দখল

টেকনাফ প্রতিনিধি

  ২৫ নভেম্বর ২০১৭, ১৯:৫৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রাতের আঁধারে গাছের চারা কেটে ৭৫ একর সামাজিক বনায়ন ধ্বংস করেছে রোহিঙ্গারা।

শনিবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বনবিটের আওতাধীন নয়াপাড়ায় এই ঘটনা ঘটে।

এতে নষ্ট হয়েছে ৮২ হাজার চারা গাছ। সামাজিক বনায়নের উপকারভোগীদের ক্ষতি হয়েছে কয়েক লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রায় দুই হাজার রোহিঙ্গা পরিবার আকস্মিকভাবে সামাজিক বনায়নের গাছের চারা কেটে বসতি স্থাপন শুরু করে।

খবর পেয়ে ভোর পাঁচটার দিকে বনবিভাগ, সিপিজির সদস্যরা উচ্ছেদ অভিযান চালিয়ে রোহিঙ্গাদের অন্যত্র সরিয়ে দেয়।

পরে সকাল আটটার দিকে হাজার হাজার রোহিঙ্গা বাধার তোয়াক্কা না করে ঘর তৈরি করার জন্য মাটি খুঁড়া শুরু করে।

জনবল কম হওয়ায় বাধ্য হয়ে বনবিভাগের লোকজন ফিরে আসে।

প্রসঙ্গত, মিয়ানমারের রাজধানী নেইপিদোতে সমঝোতা স্মারক সই হওয়ার পরেও প্রায় ৫০০ রোহিঙ্গা টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

রোহিঙ্গাদের এই অব্যাহত অনুপ্রবেশে স্থানীয়দের জীবনযাত্রা হুমকির মধ্যে পড়েছে। স্কুল পড়ুয়া ছাত্রদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে। স্কুলের ক্লাসরুম রোহিঙ্গারা দখল করায় ঠিকভাবে পরীক্ষা কার্যক্রমও পরিচালনা করা যাচ্ছে না।

স্থানীয়রা রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান দাবি করেন।

জেবি/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh