• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুর বিভাগের নাম পদ্মা: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  ২৩ নভেম্বর ২০১৭, ২৩:৫১

উন্নয়নের ধারায় খুব শিগগিরই বৃহত্তর ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা হবে। আগামী সংসদ নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী পদ্মা নামের এই বিভাগটির ঘোষণা দেবেন বলে আশা করা যাচ্ছে।

বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীতে এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ পিছিয়ে যাওয়ার দেশ নয়। আমাদের প্রধানমন্ত্রী অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখাচ্ছেন; তা ধরে রাখতে হলে শেখ হাসিনার নৌকার কোনো বিকল্প নেই।

দেশকে উন্নয়নের দিকে আরো এগিয়ে নিতে তিনি আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

রাজবাড়ী পৌরসভা চত্বরে পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কবি কাজী রোজী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ডিপজল-মিশা
কেএনএফের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যাংক ডাকাতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
X
Fresh