• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘হাওরে আগাম বন্যা প্রতিরোধে সিলেটে নদী খনন করা হবে’

সুনামগঞ্জ প্রতিনিধি

  ২৩ নভেম্বর ২০১৭, ১৭:৪২

হাওর এলাকায় আগাম বন্যা প্রতিরোধ করতে সিলেটে প্রধান নদীগুলো খনন করার উদ্যোগ নেয়া হয়েছে। জানালেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি সুনামগঞ্জের বালুর মাঠ এলাকা থেকে স্পিডবোটে করে আপার বৌলাই নদীর খননকাজ পরিদর্শন করেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, অকাল বন্যার হাত থেকে ফসল বাঁচাতে সিলেটে আমরা একটি ব্যয়বহুল নদী খননকাজ হাতে নিয়েছি।
বিভাগের প্রধান নদী সুরমা, কুশিয়ারা, খোয়াইসহ প্রধান প্রধান নদীগুলো খনন করা হবে। যাদুকাটা, রক্তি, পুরাতন সুরমা, বৌলাই নদী খননের কাজ হচ্ছে। এসব নদী খননের জন্য মহাপরিকল্পনা গ্রহণ করা হবে।

তিনি বলেন, বন্যায় হাওর এলাকার নদীগুলোতে বেশি পরিমাণ পলিমাটি পড়েছে। অনেকে ভাবছেন হাওরের মধ্যে পানি আটকে আছে। আসলে হাওরে পানি আটকায়নি। হাওর ও নদীর পানি এক লেভেলে রয়েছে। হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ দ্রুত শুরু করতে হবে। জানুয়ারির ১ তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারিতে কাজ শেষ করতে হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে সুনামগঞ্জ ৪ আসনের এমপি অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহসহ সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিন্ডিকেটের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেই : আনিসুল ইসলাম মাহমুদ
দেশে অবৈধভাবে ১০ লাখ বিদেশি কাজ করছে : বিরোধীদলীয় উপনেতা
X
Fresh