• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর ফাঁসি

গাজীপুর প্রতিনিধি

  ২৩ নভেম্বর ২০১৭, ১২:২৪

গাজীপুরের জয়দেবপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির রায় দিয়েছেন আদালত।

এছাড়া আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অন্য একটি ধারায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের দায়রা জজ এ কে এম এনামুল হক এ মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আয়নাল আদালতের কাঠগড়ায় ছিলেন।

সাজাপ্রাপ্ত মো. আয়নাল হক (৩৫) গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল পশ্চিমপাড়ার মো. আবদুল মান্নানের ছেলে।

জানা যায়, ২০১৫ সালের ১ জানুয়ারি রাতে অগ্নিদগ্ধ হয়ে আনোয়ারা বেগমের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। পুলিশ আনোয়ারার স্বামী আয়নাল ও আনোয়ারার ভাই আমজাদ হোসেন আঞ্জুকে জিজ্ঞাসাবাদ করে তাদের দুইজনকে আটক করেন। পরে হত্যাকাণ্ডের ঘটনায় এসআই রফিকুল বাদী হয়ে আনোয়ারা স্বামী ও ভাই দুইজনের বিরুদ্ধেই মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাই আঞ্জু ভগ্নীপতি আয়নালকে লোভ দেখিয়ে দুইজন যোগসাজশে আনোয়ারাকে গলা টিপে হত্যা করা হয়। পরে ঘটনা ভিন্ন খাতে নেয়ার জন্য গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তারা। মামলাটি তদন্ত করেন পিআইডির ছয় কর্মকর্তা। তদন্ত শেষে পুলিশ শুধু আয়নালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালতও শুধু আয়নালকেই দোষী সাব্যস্ত করে।

আসামিপক্ষে মো. আব্দুস সোবহান, জেবুন্নেছা মিনা ও মোহাম্মদ আলী তারেক বুলবুল মামলাটি পরিচালনা করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩০ বছর বয়সে ১৪ নারীর স্বামী সাঈদ
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
X
Fresh