• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চগড় ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

পঞ্চগড় প্রতিনিধি

  ২৩ নভেম্বর ২০১৭, ১১:০৬

পঞ্চগড়ে বাসের চাপায় হবিবর রহমান (৫৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে পঞ্চগড় শহরের এমআর কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হবিবর রহমান জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানপাড়া এলাকার হামিজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ওষুধ ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত এনজিও কর্মী বলে জানা গেছে।

পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, বিকেলে হবিবর রহমান পঞ্চগড় শহরের রামেরডাংগা এলাকায় তার শ্বশুর বাড়িতে যান। সন্ধ্যার পর তিনি মোটরসাইকেল নিয়ে ইসলামবাগ হয়ে এমআর কলেজ মোড় এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে উঠছিলেন।এ সময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি যাত্রীবাহী বাস অন্য একটি গাড়িকে অভারটেক করতে গিয়ে সামনে থেকে আসা মোটরসাইকেল আরোহী হবিবরকে চাপা দেয়। এতে হবিবর রহমানের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনার সাথে সাথেই ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পঞ্চগড় সদর থানা পুলিশের ওসি (তদন্ত) ইজার উদ্দিন বাস চাপায় ওই মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বগুড়ার নন্দীগ্রামে ধানবোঝাই ট্রলিচাপায় হজরত আলী আলিফ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আলিফ নন্দীগ্রাম সদর ইউনিয়নের গোছন গ্রামের মিঠু মিয়ার ছেলে ও ডেরাহার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র ছিল।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী বারেক।

আরকে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
মিরপুরে দুই বাসের চাপায় প্রাণ গেল হেলপারের   
রাজধানীতে দুই বাসের চাপায় প্রাণ গেলো শিশু হকারের
পঞ্চগড়ে দুই ইটভাটাকে জরিমানা
X
Fresh