• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রসিক নির্বাচনে মেয়র পদে ১০, কাউন্সিলর পদে ৩২৫

রংপুর প্রতিনিধি

  ২২ নভেম্বর ২০১৭, ১৬:৪৮

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল আজ।

বুধবার দুপুর পৌনে দুইটা পর্যন্ত মেয়র পদে ১০ জন এবং কাউন্সিলর পদে ৩২৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, বিএনপির কাওসার জামান বাবলাসহ মোট ১০ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এছাড়া কাউন্সিলর পদে ৩২৫ জন মনোনয়নপত্র দাখিল করেন।

এর মধ্যে ১১জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে এবং ৭০ জন সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেছেন।

আজ সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সমর্থক ও প্রস্তাবকারীদের সঙ্গে নিয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসে তাদের মনোনয়নপত্র জমা দেন।

দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু তার কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

এরপর বিএনপি মনোনিত প্রার্থী কাওসার জামান বাবলা মহানগর এবং জেলার নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

এদিকে দুদিন আগেই জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা মনোনয়নপত্র দাখিল করেন।

রসিক নির্বাচনের বাছাই হবে ২৫ এবং ২৬ নভেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৪ ডিসেম্বর । ভোটগ্রহণ হবে ২১ ডিসেম্বর।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৮ হাজার চারশ ২১ জন। এর মধ্যে মহিলা ভোটার এক লাখ ৯১ হাজার সাতশ ৬২ জন। সাধারণ ওয়ার্ড ৩৩টি, সংরক্ষিত ওয়ার্ড ১১টি এবং মোট ভোটকেন্দ্র একশ ৯৩টি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh