• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ ডাকাত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২২ নভেম্বর ২০১৭, ১৫:১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও সরাইলে ডাকাতিসহ দুই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) দিনগত রাত থেকে বুধবার (২২ নভেম্বর) ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির সময় লুণ্ঠন করা বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির আশুগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামের আব্দুর রহমান মিয়ার ছেলে আব্দুল হক, সুলেমান মিয়ার ছেলে আবু তালেব সুমন, বাদল মিয়ার ছেলে সাইফুল ইসলাম, সরাইল উপজেলার কালিকচ্চ এলাকার লক্কু মিয়ার ছেলে জাকির হোসেন, শাহজাহান মিয়ার ছেলে আলমগীর হোসেন। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির জানান, লুট হওয়া মালামালসহ দুটি ঘটনায় সরাসরি জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও ঘটনায় জড়িত আরো যারা আছে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার
নোয়াখালীতে আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার
কেএনএফের আরও ৩ নারী সহযোগী গ্রেপ্তার
চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ৭
X
Fresh