• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে শিশু হত্যায় ১ জনের ফাঁসি, ২ জনকে যাবজ্জীবন

গাজীপুর প্রতিনিধি

  ২২ নভেম্বর ২০১৭, ১৪:০০

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শিশু হত্যার দায়ে একজনকে ফাঁসির আদেশ আর দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক দুই বছর আগের এ মামলার রায় দেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত তিন আসামি আদালতের কাঠগড়ায় ছিলেন।

একই সঙ্গে রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিদের আরো তিন মাস করে সশ্রম কারাদণ্ডের রায় দেয়া হয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত মো. রিপন মিয়া (৩৩) শ্রীপুর উপজেলার চকপাড়া এলাকার হাসমত আলীর ছেলে।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন বগুড়া সদর উপজেলার ভাটকান্দি গ্রামের মো. রহিমের ছেলে রবিউল ইসলাম (২০) ও শেরপুরের ঝিনাইগাতী থানার দিঘিরপাড় এলাকার মো. মোস্তফার ছেলে মো. মোজাফ্ফর (১৯)।

মামলার এজাহার থেকে জানা যায়, মায়ের দ্বিতীয় বিয়ে হওয়ায় নাজনিন নামের সাত বছরের শিশুটি শ্রীপুরের চকপাড়ায় নানা হাসমত আলীর বাড়িতে থাকত। হাসমত আলীর সঙ্গে জমির বিরোধের জেরে ২০১৫ সালের ৩০ অক্টোবর তাকে হত্যা করা হয়।

পরদিন তার মা মোসাম্মৎ আসমা বেগম শ্রীপুর থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই খন্দকার আমিনুর রহমান ওই তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

এ মামলায় মোট আটজনের সাক্ষ্য নিয়ে আদালত রায় দিয়েছে।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন শাহ মোহাম্মদ জহিরুল ইসলাম ও ওয়াহিদুজ্জামান আকন তমিজ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
গাজীপুরে ঘরমুখো যাত্রীদের ঢল, তীব্র যানজট 
আম বাগানে পড়ে ছিল নারীর গলাকাটা লাশ
X
Fresh