• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘জীবনের শেষ পর্যায়ে এসেও সংগ্রাম করছেন খালেদা জিয়া’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ নভেম্বর ২০১৭, ১৭:৫৮

জীবনের শেষ পর্যায়ে এসেও ইজ্জতের কথা, সম্মান ও পরিবারের কথা না ভেবে দেশকে মুক্ত করার জন্য, মানুষের অধিকার ফেরাতে সংগ্রাম করে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচারের সময় দীর্ঘ নয় বছর খালেদা জিয়া লড়াই-সংগ্রাম করেছেন। তিনি কারাগারে বসে মইনুদ্দীন-ফখরুদ্দীনের আমলে লড়াই-সংগ্রাম করেছেন। এবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তিনি দীর্ঘ নয় বছর সংগ্রাম করে চলেছেন।

ফখরুল বলেন, আজকে আমরা একটা দুঃসময়ের মধ্যে যাচ্ছি। আমাদের সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মীকে গুম করে ফেলেছে; তাদেরকে এখনও পাওয়া যায়নি। তাদের সন্তানেরা এখনও বাবার পথ চেয়ে বসে থাকে। এই একটা দুঃসময়। গ্রেপ্তার, গুম চলছেই।

তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের সব স্তম্ভগুলোকে ধ্বংস করে দিয়েছে, মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে আমাদের বেঁচে থাকার মৌলিক অধিকারগুলোকে কেড়ে নিয়েছে।

বক্তব্য দেয়ার এক পর্যায়ে কেঁদে ফেলেন ফখরুল। এ সময় সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সেসময় বিএনপির এ নেতা আরো বলেন, আপনারা জানেন আমরা কাছে টাকা-পয়সা নেই। আমি নির্বাচনের সময় যখন আপনাদের কাছে যাই, তখন আপনারা নিজেরাই আমাকে টাকা-পয়সা দিয়েছেন। আমাকে খাইয়ে দিয়েছেন। আমি কোনদিন সেসব ভুলিনি। আপনারা দোয়া করবেন আমি যেন সবসময় এই আস্থা রাখতে পারি।

আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদিকা হেলেন জেরিন খান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা মহিলা দলের আহ্বায়িকা ফোরাতুন নাহার প্যারিস।

সম্মেলন শেষে ফোরাতুন নাহার প্যারিসকে ঠাকুরগাঁও জেলা মহিলা দলের সভাপতি ও শিরিন আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া 
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ল
বাড়ছে সাজা স্থগিতের মেয়াদ, বিদেশ যেতে পারবেন না খালেদা জিয়া
X
Fresh